Mohiuddin Sarker

The Sky আকাশ

Unspoken words are all that remain
কিছুকথা ছিল সামান্য কথা
 
To be said to the drifting clouds and the unwritten prose
উড়েযাওয়া কোনও বিষন্ন মেঘের কাছে আর না বলা ভাষার
 
From whom I had gathered your sentient.
কাছে, যাদের নিকট থেকে কুড়িয়েএনেকথা
 
A lost lark finds life in the forest
লিখেছিলামতোমারই জীবনী। সবুজ বনে হারিয়ে যাওয়া যেন কোন পাখি
 
In the droplets of rain.
খুঁজেপায় জীবনের সন্ধান মেঘেরই ঝরে পড়া গুড়িগুড়ি,
 
A tired river when it reaches the shore
বিন্দুবিন্দু জলের ভাষায়।
 
Finds life in the blue hues of water.
আরহতাশ নদী খুঁজে পেলে জলভরা কোনও সিন্ধু
 
Loneliness transcends a room; an unopened window
আরোঘোরনীল হতে থাকে স্রোতেভাসা কাহিনী।
 
An unfamiliar wall staring at you,
এমনহয় কেন ঘরপর হলে জানালা খুঁজে অন্য ঠিকানা,
 
A bed whose caress feels unknown.
দুয়ারদূর হলে বিছানা হয়  অচেনা, ক্রমেই
 
Only the barren sky carries effigies of familiarity.
অজানা হয় দেয়ালও শুধু ঐ মেঘমুক্ত আকাশ ছাড়া।

Written by:

মহিউদ্দিন সরকার
Mohiuddin Sarker
Mohiuddin Sarker

In partnership with Banglar Kantha, step into the world of the migrant workers through a series of poems that illustrate their experiences in life through their eyes.