Md. Shpun Wahid

Worth of Labour শ্রমের মূল্য

I am a labourer who crafts and moulds your days
আমি দিন বদলের কারিগর
 
But I myself remain uncared and unhonoured.
পাইলাম না কারো আদর।
 
I never get rid of all abomination and curse
কেউ দিলোনা একটু কদর
 
Those chase me throughout the life.
ঘৃনায ন্ত্রণা আর লাঞ্ছনা গঞ্জনা
 
Many talk about big prospects,
সবাইশোনায় আশার বাণী
 
But assurance never materialise
এক পালের পিছু ছাড়ছেনা।
 
So I am tired of dragging my life.
ঘুনেধরাজীবন আর কতদিন টানি‌
I hammer iron bars, build high-rise buildings
হাত দিয়ে লোহা পিঠায়
 
Toiling all day long and exuding my sweat.
শ্রম দিয়ে ঘাম ঝরায়
 
A poor, unfortunate labourer I am
উঁচুনিচু দালান গড়ি
 
Dying out of hunger,
আমি শ্রমিক ভূখা পেটে মরি
 
But want to raise my voice
তবে আমার ভয়েস তুলতে চাই
 
And claim the worth of my labour.
শ্রমের ন্যয্য মূল্য দাবি করি।
 
Written by Md Shpun Wahid
স্বপন ওয়াহিদ

-
Md. Shpun Wahid
Working in Singapore as a construction worker. He is active member of Banglar Kantha Literary group since 2012. In expatriate life, he is very happy to involve with literary & cultural activities at Dibashram. He was inspired by the literary group to write his first Poem.
মো. শিপন ওয়াহিদ
সিঙ্গাপুরে একজন নির্মাণকর্মী হিসাবে কর্মরত। ২০১২ সাল থেকেবাংলার কণ্ঠ সাহিত্য দলের নিয়মিত সক্রিয় সদস্য। প্রবাস জীবনে কর্ম অবসরে বাংলার কণ্ঠ-দিবাশ্রমেরসাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত হয়ে শিপন তার প্রথম কবিতা লেখায় অনুপ্রাণিত হন।

Md. Shpun Wahid

In partnership with Banglar Kantha, step into the world of the migrant workers through a series of poems that illustrate their experiences in life through their eyes.